পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান জো উইলসন।সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট আসিফ আল জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান তিনি। সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, জো উইলসন বলেছেন যে ইমরান খানের মুক্তি যুক্তরাষ্ট্র-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে। তিনি বলেন, ইমরান খানের মুক্তি যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক জোরদারে জোরাল ভূমিকা রাখবে।
গত ৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক চিঠিতে জো উইলসন এই আহ্বান জানান। তিনি বলেন, ‘পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতাদের কাছে এই চিঠি পাঠাতে পেরে আমি কৃতজ্ঞ। ’
তিনি আরও বলেন, ‘আমি ট্রাম্প প্রশাসনকে এই ইস্যুতে যুক্ত করছি। পাকিস্তান যখন গণতান্ত্রিক থাকে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক থাকে। ইমরান খানকে মুক্ত করুন।‘