বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রতিশোধ নেওয়ার জন্য নয়, মানুষ ও সমাজ কলঙ্কমুক্ত করতে হত্যার বিচার চাই।’ রাজনীতিতে মিথ্যাচার ও ধোঁকাবাজি দেখতে দেখতে মানুষ ক্লান্ত ও বিরক্ত। কিছু রাজনীতিবিদ এমন কথা বলবেন, মনে হয় এইমাত্র আমাদের জন্য তারা আসমান থেকে ঘোষণা করছেন বলে উল্লেখ করেন তিনি।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের পৌর শহরে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘যারা বিগত ১৫ বছর দাপিয়ে বেড়িয়েছেন, আর কিছু হলেই আমাদেরকে বিনা ভিসায় ওমুক দেশে তমুক দেশে পাঠিয়ে দিতেন। তারাই এখন এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছেন। আমাদেরকে বিভিন্ন ভাষায় গালি দিয়ে কোনো লাভ নেই। সকল গালি ছিল ভন্ডামি। আমাদের দলকে নিষিদ্ধ করেছে। কোনো লাভ নেই। আমরা আছি, থাকব।’
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতে ইসলামী সুনামগঞ্জ আমীর মাওলানা তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে আরও জানান, সমাজে যারা হত্যা করেছে, তাদের বিচার হবে। আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। ৩-৪ তারিখ যাদের হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করা হয়েছে, তাদের তালিকা করাও সম্ভব না। কারণ তাদের বাবা, মা ও পরিবার জানে না। তালিকা করার চেষ্টা করছি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘অনেকেই আমাদের দুনিয়ার জেল দেখিয়েছে। আমাদেরকে জেলের ভয় দেখাবেন না আমরা জেলের ভয় পাই না। যেমন কর্ম তেমন ফল পেতে হবে আখিরাতে ও এই দুনিয়াতেই। আপনারা দেখেছেন, এক সুপ্রিম কোর্টের সম্মানিত বিচারপতি কলা পাতার বিছানায় শুয়ে ছিলেন। তার তো বিছানার অভাব ছিল না। তার সৎ সাহস ও সততার অভাব ছিল, মানবতার অভাব ছিল, সুবিচার দেওয়ার অভাব ছিল। এ জন্যই তাকে বনে জঙ্গলে কলা পাতায় ঘুমাতে হয়েছিল।’
তিনি দলের নিজ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের দলের নেতাকর্মীরা দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট, মামলাবাজি করবেন না। নিরিহ মানুষকে মামলায় ডুকাবেন না। আমাদের সংবিধানে যা আছে সেখানে আমার যে অধিকার আমার অপর ভাইয়ের সমান অধিকার। এখানে মেজরটি মাইনেরটি বলে কিছু নাই।’
তিনি আরও জানান, যদি আল্লাহর হুকুম থাকে আর জনগণ যদি আমাদের উপর দায়িত্ব দেন, আমরা দায়িত্ব পেলে সর্বাধিক গুরুত্ব দেবো শিক্ষার ওপর। নৈতিক শিক্ষা দেওয়া হবে এবং সেই শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ ও আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী ফখরুল ইসলাম, সদস্য কেন্দ্রীয় মজলিসে শ্বর ও আমীর বংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলা মাওলানা হাবিবুর রহমান, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির প্রমুখ।