আজ বিশ্ব নারী দিবস। এ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করে থাকে বিভিন্ন সংগঠন। পাশাপাশি শোবিজে যেসব নারী সফলতার সঙ্গে পথ চলছেন, তাদেরই থাকে নানা প্রতিবন্ধকতা। কঠিন পথ পাড়ি দিয়ে সফল হওয়া কয়েকজন তারকা জানিয়েছেন, নারীর প্রতিটি দিনই সংগ্রামের। বিস্তারিত তুলে ধরা হলো-
জয়া আহসান
নারীরা দেশের গুরুত্বপূর্ণ কাজে বিশেষ ভূমিকা রাখছেন। তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। নারীদের কিছু ব্যতিক্রমী সফলতা কিংবা সাহসিকতাই সামগ্রিক চিত্র নয়। আমি মনে করি, নারীদের সাহসিকতার সঙ্গে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তাতে রাষ্ট্র যেন তাকে পূর্ণ সহযোগিতা করে। তাতেই নারীর মুক্তি মিলবে, নারীর স্বাধীনতা মিলবে। সবার উচিত শুধু নারী দিবসে নারীদের সম্মান না করে নারীরা যেন স্বাধীনভাবে স্বাধীন দেশের সুনাগরিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে, সে ব্যবস্থা করা।a
আজমেরী হক বাঁধন
আমার কাছে নারী দিবস বছরের একটি দিন নয়, প্রতিদিনই হওয়া উচিত। প্রত্যেক দিনই নারীকে সচেতন হতে হবে, দেখতে হবে সে তার নিজের অধিকারগুলো ঠিকমতো পাচ্ছে কিনা। আর এই চর্চাটা শুরু হবে ঘর থেকে। সম্মান করতে হবে মা, বোন, ভাবি, শাশুড়িসহ ঘরের সব নারী সদস্যকে। তখনই নারী দিবসের আসল তাৎপর্য আসবে বলে মনে করি। আমাদের দেশে বলা যায় প্রায় সময়ই ধর্ষণের ঘটনা ঘটছে। অধিকাংশেরই কোনো বিচার হচ্ছে না। তাতে অপরাধীরা আরও অপরাধ করার সাহস পেয়ে যাচ্ছে। এমন অবস্থা থেকে আমাদের দ্রুত উত্তরণ ঘটাতে হবে।
বিদ্যা সিনহা মিম
অর্থনীতি, রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য, প্রশাসন, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, নারী কোথায় নেই বলুন তো? শুধু উন্নয়নে নয়, দুর্যোগেও নারী আমাদের আগলে রেখেছে। করোনা মহামারীতেও কত নারী সম্মুখযোদ্ধা হিসেবে জীবন বাজি রেখে কাজ করেছেন আমাদের জন্য। এই নারীকে কি আমরা সুন্দর, সম্মানজনক, স্বাভাবিক জীবন দিতে পারছি? আন্তর্জাতিক নারী দিবসে আমি বিদ্যা সিনহা মিম রুখে দাঁড়িয়েছি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে। আপনি আছেন তো আমাদের সঙ্গে?
মেহজাবীন চৌধুরী
অনেকেই বলেন নারী দিবস পালন করা ঠিক নয় বা এটা হওয়া উচিত নয়। কিন্তু আমার মনে হয়, প্রতিটি বিষয়ের একটা উদযাপন তো হওয়া দরকার। আমার তো মনে হয়, প্রতিবছর নারী দিবস পালন করা উচিত। এটি আরও জাঁকজমকপূর্ণ হওয়া উচিত। আসলে নারীদের উচিত নিজেরাই নিজেদের উৎসাহিত করা। নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা প্রধান শর্ত নয়। আমি মনে করি, একটি মেয়ে কিন্তু একজন মা। আমি সন্তান জন্ম দিতে পারি। আমার হাতে অনেক কিছুই আছে; বলতে গেলে আমার হাতে পুরো জাতি। এই বিশ্বাস যদি নিজেদের মধ্যে থাকে, তাহলে নারীরা অনেকখানি এগিয়ে যাবেন।
তানজিন তিশা
আমি মনে করি, নারী ও পুরুষ আলাদা সত্তা নয়, সবাই মানুষ। তার পরও একজন নারীর জীবনে প্রতিবন্ধকতার সীমা নেই। সামাজিক অনেক ক্ষেত্রে তারা নিজের অধিকার থেকে এখনও বঞ্চিত। এ অবস্থা থেকে নারীকে নিজ চেষ্টায় সব বাধা অতিক্রম করে সাফল্য অর্জন করতে হবে। তাই নারী দিবস উদযাপনের পাশাপাশি নারীর এগিয়ে যাওয়ার সংগ্রাম যেন অব্যাহত থাকে, এ কামনা করি। আর এটাই চাওয়া, সবাই যেন নিরাপদে থাকতে পারে।