২০১৬ সালের শান্তিতে নোবেল জিতেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নরওয়ের রাজধানী অসলোতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। খবর সিএনএনের এবং বিবিসির।
দীর্ঘ সময় ধরা চলা যুদ্ধ থামাতে ফার্ক বিদ্রোহীদের সাথে আলোচনায় ভূমিকার জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। যদিও দেশটির জনগণ শান্তি চুক্তির অনুমোদনের বিপক্ষে ভোট দিয়েছেন।
জানা যায়, কলম্বিয়ায় ৫২ বছর ধরে ফার্ক বিদ্রোহীদের সাথে সংঘাত চলছিল। প্রত্যাশিত এক শান্তি চুক্তির মধ্য দিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং ফার্ক বিদ্রোহী নেতা রদ্রিগো লোন্দোনিও তিমোশেঙ্কো এই সংঘাতের অবসান করেন।
নোবেল প্রতিযোগীর তালিকায় শান্তি চুক্তির দুই স্বাক্ষরকারীর নাম থাকলেও পুরস্কার জিতলেন সান্তোস।
প্রসঙ্গত, ফার্ক বিদ্রোহীদের সঙ্গে চার বছরের আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নোবেল কমিটি চুক্তিতে সান্তোসের ভূমিকার জন্যই তাকে নির্বাচিত করেছেন।
ফার্ক বিদ্রোহীদের সাথে এই সংঘর্ষে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া ৬০ লাখ মানুষকে ছাড়তে হয়েছে তাদের বাড়ি।
২০১৬ সালের শান্তিতে নোবেলটি ৯৭ তম। ১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। নরওয়ে কমিটি শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দিয়ে থাকে। অন্যদিকে সুইডিশ নোবেল কমিটি নোবেল পুরস্কারের অন্য চারটি ক্যাটাগরির বিজয়ী ঘোষণা করে।
উল্লেখ্য, ৫০ বছরের বেশি সময় ধরে শান্তিতে নোবেলের মনোনীতদের নাম গোপন রাখা হয়। চলতি বছর রেকর্ড সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। মোট ৩৭৬ প্রতিযোগীর মধ্যে ছিল ২২৮ জন ব্যক্তি এবং ১৪৮টি সংগঠন। আপনি নিজে নিজেকে মনোনীত করতে পারবে না। আন্তর্জাতিক আদালতের সদস্য, যে কোন সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা নরওয়ের নোবেল কমিটির সাথে সম্পর্কিত যে কেউ মনোনয়ন এর জন্য নাম দিতে পারবেন।