ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৬ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল ও জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহকে পুলিশে সোপর্দ করা হয়েছে।গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে তাদের দুজনকে আশুলিয়া থানা-পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল টিম।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, সন্ধ্যায় ছাত্রলীগের সাবেক নেতা শিমুলসহ কয়েকজন ক্যাম্পাসে ঘুরছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামসহ কয়েকজন খান শিমুলকে চিনতে পেরে পরিচয় জানতে চান। তখন শিমুল পরিচয় গোপন করেন। সেই সঙ্গে জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহর আমন্ত্রণে ক্যাম্পাসে এসেছেন।

এদিকে শিক্ষার্থীরা জানান, আরও জিজ্ঞাসাবাদের শেষে শিমুল ছাত্রলীগের পরিচয় স্বীকার করেন। এরপর সেখানে প্রক্টরিয়াল টিম আসে এবং নতুন কলা ভবনের ফটকে তাকে আটকে রাখে। একটু পরে ছাত্রদল নেতা আহমদ উল্লাহ তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর আশুলিয়া থানার পুলিশ গিয়ে দুজনকে নিয়ে চলে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা শাখা ছাত্রদলের নেতার পরিচয়ে ঘুরে বেড়াবে। এটা কোনোভাবেই কাম্য নয়। গণ-অভ্যুত্থানে অন্যতম স্টেকহোল্ডার ছাত্রদলের পরিচয়দানকারী কেউ যদি ফ্যাসিস্টের সহায়তা করে, তার বিরুদ্ধে ছাত্রদলের নেতারা আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘গত সরকারের ছাত্রসংগঠনের একজন কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে এসেছিলেন। গণ-অভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে প্রক্টরিয়াল টিমকে অবহিত করে। প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। আমরা আশা করব, তার বিরুদ্ধে কোনো মামলা থেকে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতা

আপডেট টাইম : ১২:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল ও জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহকে পুলিশে সোপর্দ করা হয়েছে।গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে তাদের দুজনকে আশুলিয়া থানা-পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল টিম।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, সন্ধ্যায় ছাত্রলীগের সাবেক নেতা শিমুলসহ কয়েকজন ক্যাম্পাসে ঘুরছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামসহ কয়েকজন খান শিমুলকে চিনতে পেরে পরিচয় জানতে চান। তখন শিমুল পরিচয় গোপন করেন। সেই সঙ্গে জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহর আমন্ত্রণে ক্যাম্পাসে এসেছেন।

এদিকে শিক্ষার্থীরা জানান, আরও জিজ্ঞাসাবাদের শেষে শিমুল ছাত্রলীগের পরিচয় স্বীকার করেন। এরপর সেখানে প্রক্টরিয়াল টিম আসে এবং নতুন কলা ভবনের ফটকে তাকে আটকে রাখে। একটু পরে ছাত্রদল নেতা আহমদ উল্লাহ তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর আশুলিয়া থানার পুলিশ গিয়ে দুজনকে নিয়ে চলে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা শাখা ছাত্রদলের নেতার পরিচয়ে ঘুরে বেড়াবে। এটা কোনোভাবেই কাম্য নয়। গণ-অভ্যুত্থানে অন্যতম স্টেকহোল্ডার ছাত্রদলের পরিচয়দানকারী কেউ যদি ফ্যাসিস্টের সহায়তা করে, তার বিরুদ্ধে ছাত্রদলের নেতারা আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘গত সরকারের ছাত্রসংগঠনের একজন কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে এসেছিলেন। গণ-অভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে প্রক্টরিয়াল টিমকে অবহিত করে। প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। আমরা আশা করব, তার বিরুদ্ধে কোনো মামলা থেকে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’