জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার থেকে আগামী ৭ দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।
আজ বুধবার ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা ও চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।
আজ কুমিল্লায় এই কর্মসূচিতে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল রাত ১০টা দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক লিফলেট বিতরণে আগামীকাল সারাদিন কুমিল্লার সহযোদ্ধা এবং ছাত্র-জনতার সাথে দেখা হবে ইনশাআল্লাহ”।
অন্যদিকে নরসিংদীতে কর্মসূচিতে থাকবেন আরেক সমন্বয়ক সারজিস আলম। নিজের ফেসবুক পেজে সারজিস আলম জানান, “‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক লিফলেট বিতরণে আগামীকাল সারাদিন নরসিংদীর সহযোদ্ধা এবং ছাত্র-জনতার সাথে দেখা হবে ইনশাআল্লাহ”।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।