ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি এখন জর্জিয়ার প্রেসিডেন্ট। গতকাল শনিবার তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
কাভেলাশভিলিকে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে এবং সুইস সুপার লিগের কয়েকটি ক্লাবে স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন। তিনি ২০১৬ সালে জর্জিয়ান ড্রিমের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২২ সালে পিপলস পাওয়ার রাজনৈতিক আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা হন, যা জর্জিয়ান ড্রিমের মিত্র এবং শক্তিশালী পশ্চিম-বিরোধী বক্তব্যের জন্য পরিচিতি পায়।
শনিবারের ভোটে ৫৩ বছর বয়সী কাভেলাশভিলি সহজেই বিজয়ী হন, কারণ জর্জিয়ান ড্রিম দল ৩০০ আসনের ইলেক্টোরাল কলেজ নিয়ন্ত্রণ করে, যা ২০১৭ সালে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে গঠিত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির ক্ষমতাসীন দল তাদের ক্ষমতা আরও দৃঢ় করেছে, যা বিরোধীদের মতে দেশটির ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আকাঙ্ক্ষায় বড় ধাক্কা এবং রাশিয়ার জন্য একটি বিজয়।
জর্জিয়ান ড্রিম দল দক্ষিণ ককেশাস অঞ্চলের এই দেশটিতে ২৬ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টের নিয়ন্ত্রণ ধরে রাখে। তবে বিরোধীরা অভিযোগ করে নির্বাচনে মস্কোর সহায়তায় কারচুপি করা হয়েছে। জর্জিয়ার বিদায়ী প্রেসিডেন্ট এবং প্রধান পশ্চিমাপন্থী দলগুলি তখন থেকে সংসদীয় অধিবেশন বর্জন করে এবং পুনরায় ভোট গ্রহণের দাবি জানায়।
জর্জিয়ান ড্রিম ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার দিয়েছে। তবে তারা রাশিয়ার সাথেও সম্পর্ক ‘পুনর্গঠন’ করতে চায়। সমালোচকরা অভিযোগ করেন জর্জিয়ান ড্রিম স্বৈরতান্ত্রিক হয়ে উঠছে এবং মস্কোর দিকে ঝুঁকছে। তবে শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে।