মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে আবারও শান্তি আলোচনা শুরু হচ্ছে। গত মাসে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা নিরাশ হয়ে আলোচনা বন্ধ করে দেওয়ার পর এবার মিসরে আবার নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাঈম বলেন, লড়াই বন্ধ করার, গাজা থেকে পণবন্দিদের মুক্ত করানোর এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার প্রচেষ্টা সাম্প্রতিক দিনগুলিতে ‘আবার সক্রিয়’ করা হয়েছে। আরেকটি সূত্র মার্কিন বার্তা সংস্থা এপিকে জানিয়েছে যে কাতারের মধ্যস্থতাকারীরা মিসরে ফিরে এসেছেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, মধ্যস্থতাকারীরা এমন ইঙ্গিত দিয়েছেন যে গাজায় অস্ত্র বিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘গুরুতর প্রচেষ্টা’ চলছে। পোস্টে জানানো হয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার মাল্টায় এক বৈঠকের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে বলেন যে ইসরায়েলের জন্য গাজায় পণবন্দিদের মুক্তি এবং এ জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতির একটা সুযোগ এসেছে বলে মনে করে।
বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মন্ত্রীসভার এক বৈঠকের পর, ইসরায়েলের চ্যানেল ১২ সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলে কাতারি ও মিসরীরা মনে করে যে ওই অঞ্চলে একের পর এক নতুন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় হামাস ‘দ্রুত একটি আলোচনায় প্রবেশ করতে চায়, এমন কী তা যদি আংশিক চুক্তি হয় এবং ইসরায়েল যদি আগেই যুদ্ধ বন্ধ করার ঘোষণা নাও দেয়।’
প্রতিবেনটিতে বলা হয়েছে যে অস্ত্র বিরতি চুক্তির মধ্যে থাকবে নারী, শিশু ও আহত পণবন্দিদের মানবিক মুক্তি। ইসরায়েল তাদের দেশে আটক শত শত ফিলিস্তিনিকে মুক্তি দিবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে , আগামী সপ্তাহের শুরুর দিকেই নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি ঊর্ধ্বতন ইসরায়েলি প্রতিনিধিদল কায়রোর উদ্দেশ্যে রওয়ানা হবেন।