স্কচটেপ লাগানো একটি ‘কলার শিল্পকর্ম’ গত সপ্তাহে ৬ দশমিক ২ মিলিয়ন ডলারে কিনেছিলেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৭২ কোটি। কেনার সময়ই তিনি বলেছিলেন, কলাটি তিনি খেয়ে ফেলবেন। সেটিই করেছেন তিনি।
গতকাল শুক্রবার বিবিসি জানিয়েছে, তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন। এ ধরনের শিল্পকর্ম আগেও প্রদর্শন করা হয়েছে।
গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে নতুন কলা কেনা হয়। আর সেই কলাটি কেনা হয়েছিল এক বাংলাদেশি বিক্রেতার কাছ থেকে, মাত্র ৪২ টাকায়! জাস্টিন সান শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। ধারণা করা হচ্ছে- নিজের প্রতিষ্ঠানের প্রচারের স্বার্থে তিনি হয়ত কলাটি এত দাম দিয়ে কিনেছেন।