বিশ্বজুড়ে বায়ুদূষণ এক বড় সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনবহুল শহরগুলোর মধ্যে বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার ঢাকাও বায়ুদূষণের শিকার, তবে পাকিস্তানের লাহোরের পরিস্থিতি আরও ভয়াবহ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৮২২। আর ১৬৫ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ৪৪১। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় যার স্কোর ১৭৫ আর ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো। এ ছাড়া পঞ্চম স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো, যার স্কোর ১৬৬।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণ স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের জটিলতার মতো মারাত্মক রোগের কারণ হতে পারে। প্রতিবছর এ কারণে বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। বিশেষত শিশু, প্রবীণ এবং অসুস্থদের জন্য এটি আরও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।