ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে ককটেল-পেট্রলবোমাসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১২ বার

নাটোরের নলডাঙ্গায় ককটেল ও পেট্রলবোমাসহ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বাসুদেবপুর এলাকার শ্রী শ্রী বিদ্যা নিকেতনের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান (৪৬)। এবং তিনি উপজেলার হলিদাখলসি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। অপরজন মহিদুল ইসলাম (৪২) ওই এলাকার সাবেকক যুবলীগ সদস্য এবং একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে মাহবুর রহমান ও মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের সন্দেহজনক হলে দুইজনকে আটক করেন। এরপর তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩টি ককটেল ও ৫টি পেট্রলবোমা এবং একটি হাঁসুয়া উদ্ধার করেন। স্থানীয়রা তাদের গাছের সঙ্গে বেঁধে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল ও পেট্রলবোমাসহ তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানার কর্মকর্তা ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ককটেল ও পেট্রলবোমাসহ তাদের আটক করে পুলিশে সৌপর্দ করেন। তাদের দুইজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নাটোরে ককটেল-পেট্রলবোমাসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

নাটোরের নলডাঙ্গায় ককটেল ও পেট্রলবোমাসহ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বাসুদেবপুর এলাকার শ্রী শ্রী বিদ্যা নিকেতনের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান (৪৬)। এবং তিনি উপজেলার হলিদাখলসি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। অপরজন মহিদুল ইসলাম (৪২) ওই এলাকার সাবেকক যুবলীগ সদস্য এবং একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে মাহবুর রহমান ও মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের সন্দেহজনক হলে দুইজনকে আটক করেন। এরপর তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩টি ককটেল ও ৫টি পেট্রলবোমা এবং একটি হাঁসুয়া উদ্ধার করেন। স্থানীয়রা তাদের গাছের সঙ্গে বেঁধে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল ও পেট্রলবোমাসহ তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানার কর্মকর্তা ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ককটেল ও পেট্রলবোমাসহ তাদের আটক করে পুলিশে সৌপর্দ করেন। তাদের দুইজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।