বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
মাটির সোঁদা গন্ধ
লতা পাতায় হাসির ঝিলিক
জানালার কাঁচে জলোচ্ছটা।
কর্দমাক্ত মেঠো পথে পা রেখে শিউরে উঠি
যেন প্রিয়তমার চুম্বন, ঘাস দেয় মৃদু সুড়সুড়ি
যেন উষ্ণ আলিঙ্গন।
আকাশে
কালো মেঘ, বিশাল প্রস্তুতি
ঈদের আয়োজনে
পেরেশানীর নতুন সং্যোজন
ছুটছে মানুষ, প্রিয়জনের কাছে যেতে হবে
এক পলকে একটু দেখা,
এক চিলতে হাসির রেখা
এক পশলা বৃষ্টি,
যদি ধুয়ে যায় বিষাক্ত কালো অতীত!
দিনের আলোয় রাতের অনুভুতি
চারদিক ঢেকে আছে মেঘ বাদলে
আমি আছি ঈদের অপেক্ষায়,
মিলনের অপেক্ষায়
যার দুরত্ব যোজন যোজন!