দু’টি ছড়া

মামণি
সোনামণির ঘুম ভেঙেছে
ডাগর চোখে তাকায়,
ঘুঙুর বাজে, পাখি নাচে
ঠোঁট দুটো যে বাঁকায়।
দেখো দেখো, তোমার পাশেই
মামণিটি শুয়ে,
তোমার হাতে আঙুলটি তার
আছে তোমায় ছুঁয়ে।

কাঁঠাল
আম্মু ডাকে, কাঁঠাল খাবে
এসো সবাই ছুটে,
থালা ভরা মজার কাঁঠাল
খাব চেটেপুটে।
সোনা রঙের ফলটি খেতে
ভীষণ লাগে ভালো,
মিষ্টি রসে মন ভরে যায়
সবাই খাবে চলো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর