আমেরিকান জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং পরিষেবাদাতা প্রতিষ্ঠান নেটফ্লিক্স জানিয়েছে, বেশ কিছু মডেলের আইফোন ব্যবহারকারীরা আর নেটফ্লিক্স চালাতে পারবেন না।
অ্যাপল সম্প্রতি বাজারে আনল আইফোন ১৬ এবং এই ফোনেই এসেছে আইওএস ১৮ ভার্সন। আর ইতিমধ্যেই এমন কিছু তথ্য শোনা যাচ্ছে যাতে গ্রাহকদের সমস্যা হবে। জানা গিয়েছে বেশ কিছু আইফোনে নেটফ্লিক্স তাদের পরিষেবা বন্ধ করতে চলেছে। কিছু কিছু আইফোনের মডেলে নেটফ্লিক্সের অ্যাপ আর চলবে না এবং এই পরিষেবা চিরকালের জন্যেই বন্ধ করতে চলেছে নেটফ্লিক্স।
৯ টু ৫ ম্যাকের একটি প্রতিবেদনে জানা গিয়েছে নেটফ্লিক্স স্পষ্টই জানিয়েছে যে আইওএস ১৬ কিংবা আইপ্যাড ওএস ১৬-তে আর এখন থেকে তাদের অ্যাপ সাপোর্ট করবে না।
আইওএস ১৭ বা তার বেশি ভার্সনের ক্ষেত্রে নেটফ্লিক্স চালাতে গেলে অ্যাপটি আপডেট করতে হবে। আইওএস ১৭ সফটওয়্যারে আপডেট নেয়নি যে সমস্ত আইফোনে, সেগুলোতে আর নেটফ্লিক্স চলবে না বলেই জানা গিয়েছে। এই তালিকায় রয়েছে আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, অ্যাপলের প্রথম জেনারেশনের আইপ্যাড প্রো এবং আইপ্যাড ৫ ট্যাবলেট।
নেটফ্লিক্সের সাপোর্টও বন্ধ হতে পারে
যে সমস্ত গ্রাহকের অ্যাপলের ডিভাইস রয়েছে যাতে আইওএস ১৬ সফটওয়্যার চলে, সেগুলো এখনকার ভার্সন থেকেও অ্যাক্সেস করা যাবে। কিন্তু আগামী সময়ে আজীবনের জন্য বন্ধ হতে পারে এই সাপোর্ট। এই ডিভাইসগুলোতে আর আগামীতে পরিষেবা দেবে না নেটফ্লিক্স। এমনকি কোনও বাগ ফিক্স আপডেটও দেবে না নেটফ্লিক্স। এর মানে হল অ্যাপলের পুরনো ভার্সনের ডিভাইসে আর নেটফ্লিক্স চলবে না। আইওএস ১৭ বা আইপ্যাড ওএস ১৭-এর পুরনো ভার্সনে নেটফ্লিক্স কাজ করবে না।