হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ইসরাইলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এ হামলার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার কি তাহলে ইরানে সরাসরি হামলা করবে ইসরাইল?
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিশোধ হিসেবে কয়েকদিনের মধ্যেই ইরানের তেল শোধনাগারে হামলা চালাতে পারে ইসরাইল।
মঙ্গলবার রাতের হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল ইরানের তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করবে।
মার্কিন ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, কয়েকদিনের মধ্যে ইরানের অভ্যন্তরে তেল উৎপাদন স্থাপনা ও অন্যান্য কৌশলগত স্থাপনায় হামলা চালাতে পারে বলে ইসরাইলি সেনারা।
ইসরাইলি কর্মকর্তারা তাদের সামরিক প্রতিক্রিয়া কিভাবে পরিমাপ করা যায় সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করছেন বলে মনে করা হচ্ছে। যা মধ্যপ্রাচ্যকে আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে নিয়ে যেতে পারে।
বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন, ইসরাইল ইরানের পারমাণবিক কর্মসূচি সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। যদিও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে একমত নয়। তারা বলছে, এতে সংঘাত আরও বেড়ে যেতে পারে।