বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
খুলনা থেকে সড়ক পথে তিনি পাবনা জেলা জামায়াতে ইসলামীর একটি জনসভায় যোগদানের উদ্দেশে শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ ব্রীজ এর গোলচত্বরে এসে পৌঁছান।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাউদ্দীন সুজা, আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.মাওলানা অধ্যাপক নূরুল আমীন জসিম।
এসময় জামায়াত আমির ড. শফিকুর রহমানকে একনজর দেখতে এলাকাবাসী ভিড় জমায়। পরে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জালাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ আহমাদুল্লাহ, হাফেজ হারুনার রশিদ, তারেক আহমদ, এমদাদুল ইসলাম সাগর, তারিক হোসেন, শফিকুল ইসলামসহ শত শত নেতাকর্মী।