আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’—এ স্লোগানে সারা দেশে দুদিনের যৌথ কর্মিসভা করার উদ্যোগ নিয়েছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আজ শনিবার থেকে জেলাভিত্তিক তৃণমূল পর্যায়ে এ কর্মসূচি শুরু হচ্ছে।
এর ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুদিনের এ কর্মসূচি শুরু হবে।
প্রথম দিনে এই তিন সংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি।
দ্বিতীয় দিনে বিএনপির আগামী দিনের রাষ্ট্র সংস্কারের কর্মসূচির লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিয়সভা করা হবে।