১২ বছর বয়সী স্কুলছাত্রীকে বিয়ে করলেন এক ইউপি চেয়ারম্যান। গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজামকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েলের বিরুদ্ধে ওই স্কুলছাত্রীকে বিয়ে করায় বাল্যবিয়ের অভিযোগ উঠেছে।
সপ্তম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীকে বিয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান মোহাব্বত
হোসেন জুয়েল একই এলাকার ভ্যানচালক ঠাণ্ডু কাজীর নিজামকান্দি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ে করেন।
পরে তা আইনগত স্বীকৃতি দিতে ১৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট করেন।
নিজামকান্দি উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি রেজিস্ট্রারে ওই ছাত্রীর জন্ম তারিখ ১৫ সেপ্টেম্বর ২০০৪। সে হিসাবে বর্তমানে তার বয়স প্রায় ১২ বছর।
৯ আগস্টের পর ওই ছাত্রী আর স্কুলে আসেনি বলে জানিয়েছেন নিজামকান্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার।
ছাত্রীর বাবা ঠাণ্ডু কাজী মেয়ের বিয়ের কথা অস্বীকার করে বলেন, বিয়ে হয়নি, চেয়ারম্যানের সঙ্গে বিয়ের কথা হচ্ছে।
এদিকে ওই চেয়ারম্যানের আগের স্ত্রী এক সন্তানের জননী এক সপ্তাহ আগে তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে গেছেন।