ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল কলেজছাত্রসহ দুইজনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৫ বার

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইমরান হোসেন (২৩) ও জহিরুল ইসলাম (২৫) নামে দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া। এর আগে দুপুরে কাপাসিয়া-মনোহরদী সড়কের উপজেলার শালদৈ মোল্লাবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন ও একই গ্রামের প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে খিরাটি কারিগরি কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম।

এসআই জানায়, মোটরসাইকেলে করে কাপাসিয়া থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ দুই যুবক সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একজন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

এসআই রাশেদ মিয়া আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে স্থানীয় আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডালিয়া আক্তার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল কলেজছাত্রসহ দুইজনের

আপডেট টাইম : ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইমরান হোসেন (২৩) ও জহিরুল ইসলাম (২৫) নামে দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া। এর আগে দুপুরে কাপাসিয়া-মনোহরদী সড়কের উপজেলার শালদৈ মোল্লাবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন ও একই গ্রামের প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে খিরাটি কারিগরি কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম।

এসআই জানায়, মোটরসাইকেলে করে কাপাসিয়া থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ দুই যুবক সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একজন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

এসআই রাশেদ মিয়া আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে স্থানীয় আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডালিয়া আক্তার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।