শুক্রবার ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সাতদিনই চলবে মেট্রোরেল। তবে শুক্রবার চলাচল করবে বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এছাড়া সপ্তাহের বাকি ৬ দিন আগের মতোই চলবে মেট্রোরেল।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীরের সই করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ডিএমটিসিএলের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলবে। প্রতি শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে এবং মতিঝিল থেকে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে মেট্রোরেলের উড়াল পথের একটি ভায়াডাক্টের স্প্রিং সরে গিয়ে ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে যাওয়ায় চলাচলে ঝুঁকির কারনে বুধবার সকাল পৌনে ১০টা থেকে আগারগাঁও – মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পর ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে থাকা ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যাওয়ায় রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে গেছে। বুধবার সকালে স্প্রিং সরে যাওয়ার ঘটনা বুঝতে পারে মেট্রোরেল কর্তৃপক্ষ। সকালে শুরুতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও পৌনে ১০টা থেকে আগারগাঁওয়ের পরের অংশে চলাচল বন্ধ হয়ে যায়। মতিঝিল অভিমুখী যাত্রীদের আগারগাঁও স্টেশনেই নেমে যেতে হয়। তবে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনের মধ্যে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।