ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আরজি কর ইস্যুতে মোদিকে চিঠি চিকিৎসকদের, ৫ দাবি পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ৫২ বার

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে গতকাল ভারতজুড়ে কর্মবিরতি পালন করেছে দেশটির চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক চিঠিতে পাঁচটি দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত চলে এই কর্মবিরতি। এর ফলে গোটা দেশে স্বাস্থ্যসেবা চরমভাবে বিঘ্নিত হয়।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিতে আইএমএ লিখেছে, ‘গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে মেডিসিন বিভাগের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়।  এই নৃশংস ঘটনা চিকিৎসা জগতের পাশাপাশি গোটা দেশের আত্মাকে নাড়িয়ে দিয়েছে। এর পর ১৫ আগস্ট রাতে হামলা চালানো হয় হাসপাতালে। ’

এতে আরো বলা হয়, ‘যেখানে চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার পাশাপাশি হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর চালানো হয়।  পেশার দায়বদ্ধতার কারণে চিকিৎসকদের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন নারী চিকিৎসকরা।  ফলে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।’

মোদির কাছে চিকিৎসকদের যে পাঁচটি দাবি:

১. দেশের সব হাসপাতালের নিরাপত্তা বিমানবন্দরের ধাঁচে গড়ে তোলা হোক।

২. চিকিৎসকদের নিরাপত্তা অধিকারকে গুরুত্ব দিয়ে বাধ্যতামূলকভাবে হাসপাতালগুলোকে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলা হোক। হাসপাতালে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি সকলকে নিরাপত্তাবিধি মেনে চলার ব্যবস্থা করতে হবে।

৩. কোনো রকম অবসর ছাড়া টানা ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয় চিকিৎসকদের। আবাসিক চিকিৎসকদের হাসপাতালে থাকার জন্য উপযুক্ত ব্যবস্থার করা হোক।

৪. কোনো অপরাধ ঘটলে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

৫. নির্যাতিতার শোকাহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আরজি কর ইস্যুতে মোদিকে চিঠি চিকিৎসকদের, ৫ দাবি পেশ

আপডেট টাইম : ১১:১৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে গতকাল ভারতজুড়ে কর্মবিরতি পালন করেছে দেশটির চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক চিঠিতে পাঁচটি দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত চলে এই কর্মবিরতি। এর ফলে গোটা দেশে স্বাস্থ্যসেবা চরমভাবে বিঘ্নিত হয়।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিতে আইএমএ লিখেছে, ‘গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে মেডিসিন বিভাগের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়।  এই নৃশংস ঘটনা চিকিৎসা জগতের পাশাপাশি গোটা দেশের আত্মাকে নাড়িয়ে দিয়েছে। এর পর ১৫ আগস্ট রাতে হামলা চালানো হয় হাসপাতালে। ’

এতে আরো বলা হয়, ‘যেখানে চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার পাশাপাশি হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর চালানো হয়।  পেশার দায়বদ্ধতার কারণে চিকিৎসকদের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন নারী চিকিৎসকরা।  ফলে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।’

মোদির কাছে চিকিৎসকদের যে পাঁচটি দাবি:

১. দেশের সব হাসপাতালের নিরাপত্তা বিমানবন্দরের ধাঁচে গড়ে তোলা হোক।

২. চিকিৎসকদের নিরাপত্তা অধিকারকে গুরুত্ব দিয়ে বাধ্যতামূলকভাবে হাসপাতালগুলোকে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলা হোক। হাসপাতালে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি সকলকে নিরাপত্তাবিধি মেনে চলার ব্যবস্থা করতে হবে।

৩. কোনো রকম অবসর ছাড়া টানা ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয় চিকিৎসকদের। আবাসিক চিকিৎসকদের হাসপাতালে থাকার জন্য উপযুক্ত ব্যবস্থার করা হোক।

৪. কোনো অপরাধ ঘটলে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

৫. নির্যাতিতার শোকাহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।