আমার নাম নিকি ওব্রায়েন। বয়স ২৪। নার্সের চাকরি করি। আমি খুব আর্থিক সঙ্কটে আছি। দয়া করে আমায় অর্থ সাহায্য করুন। অর্থ সাহায্যের বিনিময়ে আমি আমার এমন সব ছবি পাঠাবো যা আপনি কল্পনাও করতে পারবেন না। নগ্ন মহিলা তো অনেক দেখে থাকবেন, কিন্তু আমার নগ্ন ছবি দেখে আপনি তৃপ্তি পাবেন।’
এমনভাবেই এক ডেটিং ওয়েবসাইটে এক পোস্ট করেছিলেন এক মহিলা। আসলে ওটা ছিল একটা বড় ফাঁদ। কিন্তু শেষরক্ষা হল না। ব্যাঙ্কে মোটা ডলার এলেও শেষ অবধি গারদের অন্ধ কুঠুরিতে ঢুকতে হল এই প্রতারক মহিলাকে। আসলে ওই মহিলার নাম জেন ডিন্স। বয়স ৪৮। আর্থিক অবস্থা মোটেও খারাপ নয়। ২৪-এর ললনা সেজে ৩৪ হাজার পাউন্ড রোজগার করে ফেলেছিলেন। অনেকেই ডিন্সের ফাঁদে পা দিয়ে মোটা অঙ্কের ডলার পাঠিয়েছিলেন। এখন তাঁকে দু বছর জেল খাটতে হবে।