বিশ্বকাপ জয়ের বিশেষ মুহূর্তটি উপভোগ করার জন্য সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
বুধবার বিকেল ৫.৩৯ মিনিটে এক টুইট বার্তায় ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমরা আপনাদের সবার সাথে এই বিশেষ মুহূর্তটি উপভোগ করতে চাই।’
‘তাই আসুন ৪ জুলাই বিকাল টায় থেকে মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়েতে একটি বিজয় কুচকাওয়াজের মাধ্যমে এই জয় উদযাপন করি।’
গত ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানের জয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
২০০৭ সালে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী আসরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। সেই জয়ের ১৭ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া।
এবারের আসরের শুরু থেকে দারুণ পারফরম্যান্সে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয় ভারত। বিশ্বকাপ জয়ের পরই দেশে ফেরার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশের বিমানে উঠতে বিলম্ব হয় রোহিত শর্মাদের।
বুধবার বিকেল ৩.১৪ মিনিটে বিমানে ট্রফির সঙ্গে তোলা একটি ছবি টুইটারে আপলোড করে ভারতীয় তারকা ক্রিকেটার মোহাম্মদ সিরাজ লিখেনে, ‘কামিং হোম’।