কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন লালমসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু তাহের (৫৬) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে রাসেল মিয়া বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ছেলের চিৎকার শুনে বাবা আবু তাহের তাকে উদ্ধারের জন্য ছুটে আসে। পরে বাপ-ছেলে দুইজনই ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।