নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হলেন নেত্রকোণা জেলার কৃতি সন্তান আপেল মাহমুদ ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহাত হোসেন।
আপেল মাহমুদ’র পিতা মরহুম ইদ্রিস আলী মাস্টার আটপাড়া উপজেলা বিএনপির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও পরে সভাপতি ছিলেন। এছাড়াও তাঁর পিতা বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি তাঁর বাবার সর্বকনিষ্ঠ পুত্র। তিনি পূর্বে সাবেক ঢাকা মহানগর উত্তর ও সাবেক কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পালন করেছেন।
মোঃ রাহাত হেসেন আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের কৃতি সন্তান। তিনি পূর্বে ঢাকা কলেজের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
নেত্রকোণা জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, বিগত আন্দোলন সংগ্রামে দলের জন্য অগ্রনী ভূমিকা পালন করায় বিএনপির হাই কমান্ড তাদের এই দায়িত্ব মূল্যায়ন করেছেন।নেত্রকোণা জেলা ছাত্রদল এতে আনন্দিত।