চাঁদপুরের হাইমচরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে চরভৈরবী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আলী হোসেন বেপারী (৩৫), আব্দুল্লাহ (২৭), আলামিন (৩০), আল-আমিন (৩০), মো. জাকির হাওলাদার (৬০), মো. স্বপন (২২), জাকির হোসেন (২৬), নাঈম মোল্লা (১৮), আলতাফ বেপারী (১৯) এবং ইদ্রিস মাল (৪০)। এরা সবাই বরিশালের হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসিম বলেন, জেলেদের থেকে ১৫ লাখ টাকা সমমূল্যের আড়াই লাখ বর্গ মিটার কারেন্ট জাল উদ্ধার ও ডবল ইঞ্জিনচালিত ১টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।