দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারের মতোই দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মে) সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরু থেকেই ডিএসইএক্স সূচক পতনমুখী অবস্থানে রয়েছে। লেনদেন শুরুর ২০ মিনিটের মধ্যে ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট পতন হয়েছে। পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ এপ্রিল পুঁজিবাজারে টানা দরপতন রোধ করতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার নতুন সীমা বা সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলোর শেয়ারের দর একদিনে সর্বোচ্চ কমতে পারবে ৩ শতাংশ। তবে সর্বোচ্চ দর আগের নির্দেশনা অনুযায়ী বহাল থাকবে।
বিএসইসির এমন সিদ্ধান্ত গ্রহণ করার পরেও পুঁজিবাজারের পতন টেকানো যাচ্ছে না। অর্থাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহার করে আরোপ করা সার্কিট ব্রেকারও কাজে আসছে না। এদিন নিয়ে টানা ৬ কার্যদিবস পুঁজিবাজারে পতনমুখী অবস্থানে রয়েছে। এ অবস্থায় এখন বিনিয়োগকারীদের জিজ্ঞাসা-কোথায় গিয়ে থামবে এ দরপতন? বাজার কি আর ভালো হবে না?
সূত্র জানায়, এদিন সকাল ১০টা ২০ মিনিটে ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৫.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, দর কমেছে ২৭৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির। এ সময় টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫০ লাখ টাকা।