স্কুল বন্ধুদের সঙ্গে টেপটেনিস বলে ক্রিকেট খেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
ঈদের তৃতীয় দিন শনিবার (১৩ এপ্রিল) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক ৩২টি ব্যাচের ছাত্রদের মধ্যে তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
এসএসসি ১৯৯৯ ব্যাচের হয়ে মাঠে নামেন মাশরাফি মর্তুজা। এদিন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দেশসেরা এ অধিনায়ক। এই দলেরও অধিনায়ক ছিলেন তিনি।
টুর্নামেন্টের প্রথম খেলায় ১৯৯৮ ব্যাচ প্রথমে ব্যাট করে মাশরাফির দলকে ৭৩ রানের টার্গেট দেয়। ১৯৯৯ ব্যাচ ৭ ওভারে আট উইকেট হারিয়ে ৭৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
মাশরাফি বল হাতে এক উইকেট এবং ব্যাট হাতে ৩০ রান করে ম্যাচসেরা হয়েছেন। এ সময় ৩২টি ব্যাচের সাবেক শিক্ষার্থীসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।