আমি সত্যি বিশ্বকাপটা জিততে চাই

গত বছরে ক্রিকেট বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করে ভারত।  ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্রমোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায়।

চলতি বছরের জুনে ওয়েষ্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি সত্যি বিশ্বকাপটা জিততে চাই।’

রোহিত আরও বলেন, আমার কাছে, ৫০ ওভারের বিশ্বকাপ হল আসল বিশ্বকাপ। আমরা ৫০ ওভারের বিশ্বকাপ দেখতে-দেখতে বড় হয়েছি। আর এবারের বিশ্বকাপটা ভারতে হচ্ছিল। আমাদের দেশের মানুষদের সামনে হচ্ছিল। ওই ফাইনালের আগে পর্যন্ত আমরা খুব ভালো খেলছিলাম। সেমিফাইনালে জেতার পরে আমার মনে হয়েছিল যে আর একধাপ দূরেই বিশ্বকাপ। আমরা সব ঠিকঠাক করছি। এমন কোন জিনিসটা আছে, যেটার কারণে আমরা বিশ্বকাপে হেরে যেতে পারি।

৩৬ বছর বয়সি রোহিত নিজের অবসর নিয়ে বলেন, এখনও এই বিষয়টা নিয়ে ভাবিনি। আমি জানি না যে জীবন আমায় কোথায় নিয়ে যাবে। এই মুহূর্তে আমি ভালো খেলছি। তাই ভাবছি যে আরও কয়েক বছর খেলা চালিয়ে যাব।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর