যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসার কাজ সারতে জরুরি ভিত্তিতে দেশে ফেরায় চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচ খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। এর মধ্যে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় মোস্তাফিজকে ছাড়িয়ে যান রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল।
তবে চেন্নাই সুপার কিংস একাদশে ফিরেই আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলের মতো ব্যাটারকেও নাকানি চুবানি খাওয়ালেন, আউট করলেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ারকেও।
মোস্তাফিজ আর রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়েই ৯ উইকেটে ১৩৭ রানেই আটকে গেছে কলকাতা। অর্থাৎ টানা দুই হারের পর জয় পেতে চেন্নাইয়ের দরকার ১৩৮।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে ৪ ওভারে ২২ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন ২টি উইকেট, ইকোনমি ৫.৫০। ৪ ম্যাচে খেলে ৯ উইকেট নিয়ে এবার আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন মোস্তাফিজ।
সোমবার কলকাতার ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্ক। আন্দ্রে রাসেলের উইকেটও নিতে পারতেন মোস্তাফিজ। ১৮তম ওভারে মোস্তাফিজের কাটারে পুল করতে গিয়ে বল রাসেলের ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে। চেন্নাইয়ের উইকেটকিপার এম এস ধোনি বলটি গ্লাভসবন্দী করতে পারেননি।