গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়া (৭৩) মারা গেছেন। শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
মো. মোস্তফা মিয়া উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিউরী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। পরিবার নিয়ে বসবাস করতেন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মো. মোস্তফা মিয়া। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়াকে গার্ড অফ অনার প্রদান শেষে খলাপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম ও দুপুর ২টায় সোম-টিউরী পাকা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে টিউরী গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়ার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আখতারউজ্জামান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সেক্রেটারি আব্দুর রহমান আরমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।