নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ শুক্রবার বিকালে যাত্রা খালের ডুবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে সজীব (১২) নামের এক শিশু নিহত হয়েছে। উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। এ ঘটনা পুলিশ ৫ জনকে আট করেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে। নিহত সজীব পশ্চিম ফতেপুর গ্রামের আশিক মিয়ার ছেলে।
জানা যায়, পশ্চিম ফতেপুরের ওয়ারেছ মিয়াসহ ১৪ জন একই গ্রামের হেকিম মুন্সিদের কাছ থেকে যাত্রা খালের এই অংশটি ইজারা পত্তন নেয়। মাছ ধরার জন্য শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ওয়ারেছ মিয়া সেচ মেশিনে পানি শুঁকাতে থাকলে হেকিম মুন্সি এসে বাঁধা দিয়ে মেশিন বন্ধ করে দেয়। এ নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে আব্দুর রহিমের বাড়ি পাশে সড়কে সংর্ঘষের ঘটনা ঘটে।
এতে শিশু সজীব গুরুতর আহত হয়। তাকে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত আব্দুল হেকিম, সোলেমান, হৃদয়, রব্বানীকে মদন হাসপাতালে এবং এরশাদ, সোহাগকে তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মল্লিক, চান মিয়া, আনছু মিয়া, ওয়াকিব, শামসুল ইসলাম (ওয়াশিদ)কে আটক করে।
নিহতের দাদা হেকিম মুন্সি জানান, যাত্রা খালের ডুবার এ বছরের পত্তনের টাকা পরিশোধ না করেই তারা মাছ ধরতে যায়। বাঁধা দেওয়া সংর্ঘষের ঘটনা ঘটে।
ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান, মাছ ধরাকে কেন্দ্র করে সজীব নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৫ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।