রাজনীতিই বিলবোর্ড অপসারণে প্রধান বাধা

রাজনীতিই বিলবোর্ড অপসারণে প্রধান বাধা উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়রকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বিলবোর্ড সবার আগে অপসারণের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এসময় মন্ত্রীর পাশেই ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া ব্যানার, বিলবোর্ড নামিয়ে নগরীর পরিচ্ছন্নতা অভিযান শুরু করুন। আমি দেখেছি নগরীর বিভিন্ন জায়গায় আপনার নামে বিলবোর্ড দেওয়া হয়েছে। এতে নগরীর সৌন্দর্য হানি হচ্ছে।’

মন্ত্রী বলেন,‘ আমি জানি বিলবোর্ড উচ্ছেদে প্রধান বাধা রাজনীতি। কিন্তু আপনি আগের মেয়রদের তুলনায় অপেক্ষাকৃত তরুণ। তাই আমার বিশ্বাস এ রাজনৈতিক বাধা সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবেন।’

আ জ ম নাছির উদ্দিন বলেন, পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বাস্তবতা উপলবিদ্ধ করতে হবে।

তিনি বলেন, ‘সাধারণত উচ্চবিত্ত শ্রেণির মানুষ গণপরিবহনে যাতায়াত করে না।  যারা গণপরিবহনের যাত্রী তাদের আয় সীমিত। তাই ভাড়া বেড়ে গেলে তারা সমস্যায় পড়েন। ’

সভায় অন্যান্যের মধ্যে সিএমপি কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডল, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ সিএনজি অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ মালিক-শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর