মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নেত্রকোণা মদন উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, এবার মদন উপজেলায় মোট ১৭৩৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে স্কুলে ১৩১৫ জন, মাদ্রাসায় ৩১১ জন, কারিগরীতে ১১০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। শান্তি পূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ ৪টি পরীক্ষার কেন্দ্র পরির্দশন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এ সময় সাথে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম. আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও পল্লী বিদ্যুৎ সমিতি’র মদন শাখার ডিজিএম মোঃ ফিরোজ হোসেন।