নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ তিনি। বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনায় এক দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রউফ (নাইডু), সাবেক শিক্ষক মোঃ মতিউর রহমান, উপজেলা শিক্ষক (প্রাথমিক) সমিতির সাবেক সভাপতি মো. ইসমাঈল হোসেন, মহিউদ্দিন মার্কেট বণিক সমিতির সভাপতি মো. আল আমিন তালুকদার, সাবেক ইউপি সচিব আমিনুল ইসলাম (অনু মিয়া)।
এছাড়াও উপস্থিত ছিলেন, দেওয়ান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস ইয়ার আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ, শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যম কর্মী প্রমুখ।