নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নায়েকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাদিছ মিয়া।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র শিক্ষক মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম (প্রিজাইডিং অফিসার) এর উপস্থিতিতে অত্র মাদ্রাসা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কমিটির সদস্য মোঃ ওয়াছেক মিয়া’র প্রস্তাবের ভিত্তিতে কমিটির সকল সদস্য একমত পোষণ করে নায়েকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ হাদিছ মিয়াকে অত্র মাদ্রাসা’র সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ হাদিছ মিয়া জানান, বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র কমিটির সদস্যরা আমাকে যোগ্য মনে করে সভাপতি নির্বাচিত করেছেন। আমি কাজের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।
একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম জানান, মাদ্রাসা কমিটির সদস্যদের মধ্যে সভাপতি হতে কারোর আগ্রহ না থাকায়, কমিটির সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে মোঃ হাদিস মিয়া সভাপতি হিসেবে মনোনীত হন।