সংসদের উদ্বোধনী অধিবেশনে অনুপস্থিত ছিলেন দুই তারকা ক্রিকেটার হুইপ মাশরাফি বিন মর্তুজা ও সংসদ সদস্য সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সিলেট পর্বের খেলায় বাংলাদেশ জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি ও সাকিব খেলছেন। এ কারণে আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে তারা যোগ দিতে পারেননি।
৩০ জানুয়ারি দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।
অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল।এই দুই ম্যাচের প্রথমটিতে রংপুরের হয়ে মাঠে নেমেছেন সাকিব এবং দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের হয়ে খেলেন মাশরাফি। বিপিএলের ম্যাচ খেলতে সিলেটে থাকার কারণে সাকিব-মাশরাফির সংসদে যোগ দেয়নি বলে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন সাকিব এবং নড়াইল-২ থেকে মাশরাফি।
মাশরাফিকে এবার সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়।