নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পকেট কমিটি গঠনের পাঁয়তারা। অতএব সুপার মো. আজিজুল হকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকরা।
সুপারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠন লক্ষ্যে গত ৪ জানুয়ারী তফসিল ঘোষণা করেন।
তফসীলে উল্লেখ করেন, ৯-১১ জানুয়ারী মনোনয়ন পত্র বিতরণ ও জমা, ১৪ জানুয়ারী মনোনয়ন পত্র বাছাই, ১৬ জানুয়ারী মনোনয়ন পত্র বা প্রার্থীতা প্রত্যাহার এবং ঐ দিনেই চুড়ান্ত বা বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২৭ জানুয়ারী নির্বাচন বা ভোট গ্রহণ।
তফসীল ঘোষণার বিষয়টি গোপন রেখে অত্র মাদ্রাসা’র সুপার চিঠি ইস্যুর মাধ্যমে গত ৯ জানুয়ারী অভিভাবক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ নিয়ে এক জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত অভিভাবক মো. হাসেম মিয়া, মো. পুতুল মিয়া ও মো. আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন জানান, আমরা নির্বাচনে অংশ গ্রহনের মাধ্যমে ম্যানেজিং কমিটির সদস্য হতে ইচ্ছা পোষণ করি। এতে উপস্থিত সকলেই একমত পোষণ করেন।
এ সময় সুপার আমাদের জানান, মনোনয়ন পত্র বিতরণ ও জমার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কিন্তু সুপার আমাদের না জানিয়ে গোপনে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করছে। তাই ইউএনও স্যারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি।
নির্বাচনী তফসীল ঘোষণা হয়ে গেছে এবং ৯ জানুয়ারী হতেই মনোনয়ন পত্র বিতরণ ও জমা। এ বিষয়টি ৯ জানুয়ারীর মত বিনিময় সভায় উপস্থিতিদের কেনো জানানো হয়নি সুপার মো. আজিজুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি এরিয়ে যান। এক পর্যায়ে বলেন, যা হচ্ছে নিয়ম তান্ত্রিক হচ্ছে।
একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম জানান, মনোনয়ন পত্র বিতরণ ও জমা এই সব বিষয় প্রচারের দায়িত্ব সুপারের। যদি তিনি তা গোপন করে থাকেন, দায়িত্ব তাঁর।
তিনি আমাকে জানিয়েছিলেন কোনো পদেই একাধিক প্রার্থী নেই। আর সবকিছুই অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত হয়েছে। তারপরও আমি দেখবো, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা যায় কি-না।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল বারী জানা, উপজেলা নির্বাহী মহোদয়ের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।