কেমন হবে বদলে যাওয়া চ্যাম্পিয়নস লিগ
-
Reporter Name
-
আপডেট টাইম :
০৮:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
-
৬২
বার
আগামী মৌসুম থেকে বদলে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট। থাকছে না কোনো গ্রুপপর্ব। এর পরিবর্তে খেলা হবে লিগ ফরম্যাটে। তবে লিগের মতো সব দল একে অপরের বিপক্ষে খেলবে না।
৩২ থেকে দল বেড়ে হচ্ছে ৩৬-এ। ড্র’য়ের মাধ্যমে ৪টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে দলগুলোকে। ১ নম্বর পটে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন এবং র্যাংকিংয়ে এগিয়ে থাকা সেরা ৮ দল। ২ নম্বর পটে থাকবে ইউরোপা লিগ জয়ী দল এবং শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়ন দল।
এতে প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে চারটি করে হোম অ্যান্ড অ্যাওয়ে।লিগ পর্ব শেষে শীর্ষ ৮ দল উঠে যাবে নক আউটে। এরপর টেবিলের ৯ম থেকে ২৪তম দল দুই লেগের প্লে অফ খেলবে শেষ ষোলোয় বাকি আটটি স্থানের জন্য।
আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা ক্লাবগুলো সরাসরি ইউরোপিয়ান ফুটবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। লিগ পর্বে পারফরম্যান্সের দিক থেকে উপরের দিকে থাকা দলগুলো নক আউটের ড্র’তে সুবিধা পাবে।একই লিগের দুইটি ক্লাব লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে না। তবে, একই ঘরোয়া লিগ থেকে চারটি বা তার চেয়ে বেশি ক্লাব এক পটে থাকলে যেকোনো একটি ক্লাবের বিপক্ষেই কেবল খেলতে হবে।
Tag :