শুধুমাত্র টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে গুডবাই জানিয়েছেন মাহমুদউল্লাহ। ২০২১ সালের জুলাই মাসে হারারে টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস উপহার দিয়ে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছেন মাহমুদউল্লাহ।
৫০ টেস্টে ২৯১৪ রান এবং ৪৩ উইকেটে থেমে গেছে তার টেস্ট ক্যারিয়ার। অন্য দুই সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটকে এখনও গুডবাই বলেননি মাহমুদউল্লাহ।
কোচ হাতুরুসিংহের রোষানলে পড়ে ৬ মাস ওডিআই ক্রিকেটের বাইরে তাকে রেখে যে মহা অন্যায় করা হয়েছে, তা জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ সর্বশেষ বিশ্বকাপে পারফর্ম করে।এই আসরে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহক মাহমুদউল্লাহ ৮ ইনিংসে ৫৪.৬৬ গড়ে করেছেন ৩২৮ রান।
বিশ্বকাপে এমন পারফরমেন্সে সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহকে ফিরিয়ে আনার দাবি জোরালো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের পথ রুদ্ধ হওয়া মাহমুদউল্লাহকে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ফেরানোর কথা ভাবছে বিসিবি।
মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন-‘পারফরমেন্সের উপর নির্ভর করছে। যদি সে (মাহমুদউল্লাহ) পারফর্ম করে, তাহলে নয় কেনো ? নির্বাচকরা দেখবে, কোচ মনিটর করবে নিশ্চয়ই।’