বিশ্বের ক্ষুদ্রতম হরিণ পুডু

চমকে উঠার মতই খবর। নিউইয়র্কের ক্যুইন্স চিড়িয়াখানায় জন্ম নিয়েছে বিশ্বের ক্ষুদ্রতম হরিণের প্রজাতি, যার নাম রাখা হয়েছে পুডু।

দেখতে আপাত চিতল হরিণের মতোই। উজ্জ্বল কমলার উপর সাদা ছোপ ছোপ। তবে ওয়াইল্ড লাইফ কনজার্ভেশন সোসাইটি জানাচ্ছে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই সাদা ছোপ দাগ উধাও হবে। জন্মের সময় ওজন ছিল মাত্র এক পাউন্ড এবং ইঞ্চি ছ’য়েক লম্বা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর