নেত্রোকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে “বেগম রোকেয়া দিবস -২০২৩” উদযাপন উপলক্ষ্যে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া’র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হিসেবে আমাদের সমাজে কাজ করেছেন। তিনি ছিলেন এক সাহসী নারী। পিছিয়ে পড়া নারী জাতীকে সামনে এগিয়ে যেতে পথ দেখিয়ে গেছেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, বিশিষ্ট শিক্ষা
অনুরাগী আয়শা বেগম, আইসিটি কর্মকর্তা তারেক মাহমুদ খান, মহিলা বিষয়ক অফিস সহকারী মোঃ আজহারুল ইসলামসহ জয়িতাগণ ও গণমাধ্যমকর্মী প্রমুখ।