নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ মদন উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিত হয়। একই সাথে অবৈধ দখলদারদের সতর্ক করা হয়।
গত মঙ্গল (৫ ডিসেম্বর) ও বুধবার (৬ ডিসেম্বর) গোবিন্দশ্রী ইউনিয়নে মণিকা ও গোবিন্দশ্রী মৌজায় মোট ২১.৭২ একর অর্থাৎ ২১৭২ শতাংশ জমি বেদখলমুক্ত করে লাল নিশান টাঙানো ও সীমানা চিহ্নিত করে সরকারের আয়ত্বে নেয়া হয়। উক্ত জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ০৪ কোটি ৬৮ লাখ ১৫ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া জানান, উক্ত জমি পর্যায়ক্রমে সরকারি স্থাপনা নির্মাণ, প্রকৃত ভূমিহীন পরিবার, প্রান্তিক কৃষক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বন্দোবস্ত প্রদানের কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে।
তিনি আরো জানান, সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণে মদন উপজেলা রাজস্ব প্রশাসনের এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।