ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তফসিলের পর বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিবি হারুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ তফসিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) হারুন অর রশীদ। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। প্রতি পাঁচ বছর পরপর গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করে থাকেন আইনগত ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তফসিলকে ঘিরে কেউ যদি সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় এবং কোন স্বার্থান্বেষী মহল বাধাগ্রস্থ করতে চায়, যেহেতু আমরা আইনশৃঙ্খলা বাহিনী তফসিলের পরে নির্বাচন কমিশনের দিকনির্দেশনায় কাজ করি সে কারণেই আমরা মনে করি যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনসাধারণ এবং সরকারের সম্পত্তি নষ্ট করবে, নৈরাজ্য সৃষ্টি করবে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটানোর চেষ্টা করবে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

তফসিল ঘোষণার পর সবাই যেন রাস্তায় নেমে আসে প্রধান বিরোধী দলের এ নির্দেশনা আছে, এ বিষয়ে পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ডিবি হারুন সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি, কোন গোষ্ঠী, কোন চক্র, কোন স্বার্থান্বেষী মহল কোথায় বসে, কোথায় ভিডিওতে কথা বলছে, তাদের নাম-নম্বর আমাদের কাছে আছে। তারা কোথায় বসে এই ষড়যন্ত্র করছে সেটাও আমরা জানি। আমরা মনে করি নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী তাদেরকে আমরা যেকোন সময় গ্রেপ্তার করতে পারব।’

এদিকে বুধবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।’

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের প্রবেশে কড়া সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তফসিলের পর বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিবি হারুন

আপডেট টাইম : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

হাওর বার্তা ডেস্কঃ তফসিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) হারুন অর রশীদ। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। প্রতি পাঁচ বছর পরপর গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করে থাকেন আইনগত ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তফসিলকে ঘিরে কেউ যদি সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় এবং কোন স্বার্থান্বেষী মহল বাধাগ্রস্থ করতে চায়, যেহেতু আমরা আইনশৃঙ্খলা বাহিনী তফসিলের পরে নির্বাচন কমিশনের দিকনির্দেশনায় কাজ করি সে কারণেই আমরা মনে করি যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনসাধারণ এবং সরকারের সম্পত্তি নষ্ট করবে, নৈরাজ্য সৃষ্টি করবে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটানোর চেষ্টা করবে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

তফসিল ঘোষণার পর সবাই যেন রাস্তায় নেমে আসে প্রধান বিরোধী দলের এ নির্দেশনা আছে, এ বিষয়ে পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ডিবি হারুন সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি, কোন গোষ্ঠী, কোন চক্র, কোন স্বার্থান্বেষী মহল কোথায় বসে, কোথায় ভিডিওতে কথা বলছে, তাদের নাম-নম্বর আমাদের কাছে আছে। তারা কোথায় বসে এই ষড়যন্ত্র করছে সেটাও আমরা জানি। আমরা মনে করি নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী তাদেরকে আমরা যেকোন সময় গ্রেপ্তার করতে পারব।’

এদিকে বুধবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।’

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের প্রবেশে কড়া সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের।