হাওর বার্তা ডেস্কঃ চার দলের সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক ভারতের দুটি বয়সভিত্তিক দল ও ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে চার দলের সিরিজটি তারা। মূলত এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি সারতেই প্রতিবেশী দেশটিতে সফরে গেছে যুবারা।
এই সফরের উদ্দেশ্য গতকাল শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে দেশ ছাড়ে যুবারা। শনিবার সকালের ফ্লাইটে তারা পৌঁছায় সিরিজের ভেন্যু অন্ধ্র প্রদেশের ভিজয়ওয়ারা শহরে। সেখানে মুলাপাড়ুর দুই মাঠে হবে সিরিজের সবগুলো ম্যাচ। প্রায় তিন সপ্তাহ দীর্ঘস্থায়ী হবে এই সফর।
এক নম্বর মাঠে সোমবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। একই সময় দুই নম্বর মাঠে লড়বে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ ও ইংল্যান্ডের যুবারা। পরের পাঁচ ম্যাচে ১৫, ১৭, ২০, ২২ ও ২৪ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২৭ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর দিনই দেশে ফিরবে যুবারা।
এদিকে দুবাইয়ে ৮ ডিসেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া। টুর্নামেন্টের দ্বিতীয় দিন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও জাপান।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, আহরার আমিন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, রিজান হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিকি, মোহাম্মদ রাফি উজ্জামান, মোহাম্মদ রোহানাত দৌল্লাহ বর্ষণ, মোহাম্মদ ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আশরাফুল হাসান, জিহাদুল হক জিহাদ, মোহাম্মদ একান্ত শেখ, তানভির আহমেদ, মোহাম্মদ শাহরিয়া আল আমিন।