কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইব্রাহীম জুয়েল। গতকাল বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হাসেমের পক্ষে এই নোটিশ পাঠান তিনি।আমাদের সময়ের কাছে এ নোটিশের কপি রয়েছে।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ কমিটি নিয়ে নানা নাটকীয়তার পর ১১ মাসে তিনবার কমিটি দেওয়ার কারণ জানতে চেয়ে এবং পূর্বের কমিটি পুনর্বহাল রাখার প্রস্তাব দিয়ে এ নোটিশ পাঠানেো হয়েছে।
ওই নোটিশে বলা হয়েছে, ১১ মাসে তিনবার কমিটি দিয়ে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিরোধ সৃষ্টির কারণ জানতে চান। এ ছাড়া ১১ মাসে তিনবার কমিটি দেওয়া গঠনতন্ত্রের পরিপন্থী বলেও নোটিশে উল্লেখ করা হয়।
গত ২ নভেম্বর সংসদ ভবনের অফিসে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনের আহ্বানে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের উভয়পক্ষকে সমাধানের জন্য বসে তাদের দ্বন্দ্বের কারণ জানতে চান এবং সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেন। কিন্তু ওই বৈঠকের কোনো সিদ্ধান্ত না মেনে ২ নভেম্বর নতুন একটি কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। যাহা গঠনতন্ত্রের পরিপন্থী বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়েছে, ২ নভেম্বরে সংসদ ভবনে যেসব সিদ্ধান্ত হয়েছে, সে সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগের কমিটি (অধ্যক্ষ আবু ইউসুফ সভাপতি ও আবু বকর ছিদ্দিক আবু সাধারণ সম্পাদক) পুনর্বহাল রাখতে অন্যথায় নতুন আহ্বায়ক কমিটি দিয়ে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় দেশের প্রচলিত আইন ফৌজদারি/ রিভিশন মামলা করা হবে বলে।
১১ মাসে তিনবার কমিটি দিয়ে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনি নোটিশের কপি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার বড়ুয়ার কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। আর তিন কমিটির বিষয়ে জানতে সম্প্রতি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে কল করা হলে তিনি বলেছিলেন, এ বিষয়ে অর্থমন্ত্রী বলতে পারবেন।