ভারত বিশ্বকাপে সেমিফাইনালের লক্ষ্যে শ্রীলংকার বিপক্ষে লড়ছে নিউজিল্যান্ড। বাঁচামরার এই লড়াইয়ে ম্যাচের প্রথম থেকেই লংকানদের চেপে ধরেছে কিউইরা। নিউজিল্যান্ড বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় কুশাল মেন্ডিসদের ইনিংস। কিউই বোলারদের মাঝে আলো ছড়িয়েছেন ট্রেন্ট বোল্ট।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বোল্ট তুলে নিয়েছেন ৩ উইকেট। এর পাশাপাশি স্পর্শ করেছেন একটি মাইলফলকও। লংকান ব্যাটার কুশাল মেন্ডিসকে আউট করে নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বোল্ট।
আন্তর্জাতিক ক্রিকেটে বোল্টের অভিষেক হয় ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে। এরপর থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের আতংকের নাম ছিলেন এই ফাস্ট বোলার। নিয়মিতই উইকেট নিতে দেখা যায় তাকে।
টেস্ট ম্যাচে ৭৮ ম্যাচ খেলে তার উইকেটের সংখ্যা ৩১৭টি। আর ওয়ানডেতে তিনি উইকেট নিয়েছেন ২১০ টি। টি-টোয়েন্টিতে তার শিকার ৭৪টি। বোল্টের ওপরে ৭০৬ উইকেট নিয়ে ড্যানিয়েল ভেট্টরি রয়েছেন দুই নম্বরে। ৭৩২ উইকেট নিয়ে এরপরেই টিম সাউদির অবস্থান।
শুধু তাই নয়, নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে উইকেটের অর্ধ শতক পূর্ণ করেন ৩৪ বছর বয়সী বোল্ট।