রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এ আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে সারওয়ার্দীকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর। অন্যদিকে সারওয়ার্দীর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, বাইডেনের ভুয়া উপদেষ্টা-কাণ্ডে মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন থানায় সারওয়ার্দীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় মিয়ান আরেফিসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়।
এরপর গত ৩১ অক্টোবর সাভার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ১ নভেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।