নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের উদ্যোগে, ৬ নভেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে, সম্মুখ যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের সমাধি গোবিন্দশ্রী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সোমবার (৬ নভেম্বর) সকালে গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হেলাল উদ্দিন তালুকদার। তিনি স্মৃতিচারণ করে বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস যিনি পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। অন্য দিকে, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর দুর্গাপুরে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হলে দু’জনকেই গোবিন্দশ্রী কবরস্থানে সমাহিত করা হয়। সম্মুখ যুদ্ধে শহীদদের কবরস্থান উন্নয়নের জন্য তিনি জোর দাবী জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা কাজী তরিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা বরকতউল্লা, বীর মুক্তি যোদ্ধা আব্দুল হেকিম মাস্টার, সাবেক শিক্ষক মোঃ দুলাল মিয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।