ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, যে কারণে ম্যাচটি জিততে চায় দু’দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আসর থেকে ছিটকে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের। একই সমীকরণে লঙ্কানদের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ।

দিল্লিতে ম্যাচটি শুরু হবে আজ সোমবার দুপুর আড়ইটায়।

সেমির স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গেলেও পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জিতে আশা জাগালেও পরবর্তী ৬ ম্যাচে শুধুই পরাজয়।

ওপেনিংয়ে আলো ছড়াতে পারেননি তানজীদ তামিম। বড় ইনিংস খেলতে ব্যর্থ লিটন দাসও। মিডল অর্ডারে কার্যকরী ইনিংস খেলতে পারেননি কেউই। শেষদিকে মাহমুদউল্লার ব্যাট কথা বললেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে সবার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বিশ্বকাপের সেরা আট দল। মাত্র ১ জয়ে সে তালিকার ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আশা শেষ হয়ে গেলেও বাকি দুটি ম্যাচে পূর্ণ পয়েন্ট চায় সাকিব বাহিনী।

এদিকে, এখন পর্যন্ত দুটি ম্যাচ জিতলেও ভালো অবস্থানে নেই লঙ্কানরা। সবশেষ ভারতের কাছে লজ্জাজনক হারের পর খেলোয়াড় ও কোচিং স্টাফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে সব চাপ পেছনে ফেলে বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের পরিকল্পনা করছে মেন্ডিস-ম্যাথিউসরা।

বিশ্বকাপ মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে কোন জয় নেই বাংলাদেশের। এখন পর্যন্ত বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জয় পেয়েছে শ্রীলঙ্কা। ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৩ বার একে অপরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। জয়ের দিক দিয়ে এগিয়ে লঙ্কনরা। ৪২ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। ৯টিতে জয় আছে বাংলাদেশের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

শ্রীলঙ্কা দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, চামিকা করুনারতেœ, দুসমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথুজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, যে কারণে ম্যাচটি জিততে চায় দু’দল

আপডেট টাইম : ১০:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আসর থেকে ছিটকে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের। একই সমীকরণে লঙ্কানদের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ।

দিল্লিতে ম্যাচটি শুরু হবে আজ সোমবার দুপুর আড়ইটায়।

সেমির স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গেলেও পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জিতে আশা জাগালেও পরবর্তী ৬ ম্যাচে শুধুই পরাজয়।

ওপেনিংয়ে আলো ছড়াতে পারেননি তানজীদ তামিম। বড় ইনিংস খেলতে ব্যর্থ লিটন দাসও। মিডল অর্ডারে কার্যকরী ইনিংস খেলতে পারেননি কেউই। শেষদিকে মাহমুদউল্লার ব্যাট কথা বললেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে সবার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বিশ্বকাপের সেরা আট দল। মাত্র ১ জয়ে সে তালিকার ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আশা শেষ হয়ে গেলেও বাকি দুটি ম্যাচে পূর্ণ পয়েন্ট চায় সাকিব বাহিনী।

এদিকে, এখন পর্যন্ত দুটি ম্যাচ জিতলেও ভালো অবস্থানে নেই লঙ্কানরা। সবশেষ ভারতের কাছে লজ্জাজনক হারের পর খেলোয়াড় ও কোচিং স্টাফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে সব চাপ পেছনে ফেলে বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের পরিকল্পনা করছে মেন্ডিস-ম্যাথিউসরা।

বিশ্বকাপ মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে কোন জয় নেই বাংলাদেশের। এখন পর্যন্ত বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জয় পেয়েছে শ্রীলঙ্কা। ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৩ বার একে অপরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। জয়ের দিক দিয়ে এগিয়ে লঙ্কনরা। ৪২ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। ৯টিতে জয় আছে বাংলাদেশের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

শ্রীলঙ্কা দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, চামিকা করুনারতেœ, দুসমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথুজ।